আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ১০ মাস ধরে মহাকাশে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এবার তাঁদের ঘরে ফেরার পালা। এবার এই দুজনকে বিরাট বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


নিজের বার্তায় ট্রাম্প বলেন, আমরা তোমাদেরকে ভালবাসি। তোমাদের ঘরে ফিরিয়ে আনার সমস্ত কাজই আমরা করছি। এবিষয়ে ট্রাম্প ফের একবার কটাক্ষ করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। ট্রাম্পের কথায় সেখানে আর বেশিদিন থাকতে হবে না। যে প্রেসিডেন্টের জন্য তোমাদের এই হাল হয়েছে সেটা সকলেই জানেন। এবার বর্তমান প্রেসিডেন্ট সেটা আর হতে দেবে না।

 

?ref_src=twsrc%5Etfw">March 6, 2025


ট্রাম্পের দাবি এবিষয়ে ইলন মাস্ককে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে। জো বাইডেন এবং কমলা হ্যারিস যেভাবে নিজেদের ইচ্ছামতো কাজ করেছে সেখান থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। ইলন মাস্ক যেভাবে কাজ করছে তাতে দ্রুত এই দুজনকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা হবে। কোনও চিন্তার কারণ নেই। 


টেকনিক্যাল কারণে তাঁদের দুজনকে মহাকাশে ফেলে রেখেই ঘরে ফিরে এসেছে মহাকাশযান। তারপর থেকে তাদের বাসস্থান হয়েছে মহাকাশ। এবার নাসার পক্ষ থেকে তাঁদেরকে ঘরে ফিরিয়ে আনার জোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ১২ মার্চ নাসার নতুন মহাকাশযানটি দুজনকে ঘরে ফিরিয়ে আনার জন্য উড়ে যাবে। সেখানে যদি সবকিছু ঠিক থাকে তাহলে ১৯ মার্চ পৃথিবীতে ফিরে আসবেন দুজনে।


নিজের সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন তিনি মহাকাশের সবকিছুকেই মিস করবেন। সেখানে এই দীর্ঘসময় ধরে থাকা। এটি যেন জীবনের এক অসাধারণ সময়। চোখ খোলা থেকে শুরু করে ঘুম সবই যেন মহাকাশ তাঁদেরকে আদর করে করেছে। অতল অন্ধকার যেন সেখানে অন্ধকার নয়। এই অভিজ্ঞতাকে তাঁরা জীবনের শেষদিন পর্যন্ত মনে রাখতে চান। 

 


১২ মার্চ নতুন মহাকাশযানটি যাত্রা করবে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। নতুন যে মহাকাশযানটি যাবে সেটিতে যাতে কোনও ধরণের ত্রুটি না থাকে সেদিকে নজর দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। তারা মনে করছেন আগের মহাকাশযানটি করেই তারা সুনীতাদের ফিরিয়ে নিয়ে আসতে পারতেন। তবে সেটা কেন সম্ভব হল না সেটা তাদের কাছে নতুন চ্যালেঞ্জ। 

 

এবারের নতুন বছর সুনীতারা মহাকাশে কাটিয়েছেন। পাশাপাশি স্পেসওয়াক করে তারা নতুন রেকর্ড তৈরি করেছেন। পৃথিবীর মাটিতে এসে সুনীতাদের যে খানিকটা সময় মানিয়ে নিতে লাগবে সেকথা তারা নিজেরাও জানে। নাসা সেই কাজকেই দ্রুত করার দিকে মন দিয়েছে।